খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’

0

লোকসমাজ ডেস্ক॥ লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরার দিন তিনি যেমনটা ছিলেন, তেমনই আছেন। শুক্রবার এ কথা জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে দীর্ঘ ৮১দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতাল গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সিদ্ধান্তে গুলশানের নিজ বাসায় ফেরেন খালেদা জিয়া।
ডা. জাহিদ বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা মিলে আমরা তাকে দেখতে গিয়েছিলাম। তার সর্বশেষ অবস্থার খোঁজখবর নিয়েছি।’
তিনি বলেন, ‘বাসভবনে নেওয়ার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতাল থেকে বাসায় নেওয়ার কারণে অনেকটা মানসিক স্বস্তিতে রয়েছেন। তাকে তরল খাবার দেওয়া হচ্ছে।’
গত মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় বিএনপি গঠিত কমিটির প্রধান অধ্যাপক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী (এফআর সিদ্দিকী) সাংবাদিকদের জানান, লিভারে সংক্রমণের কারণে খালেদা জিয়ার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ এখনো পুরোপুরি বন্ধ হয়নি। খুব ছোট আকারে এখনো রক্তক্ষরণ হচ্ছে। তিনি আপাতদৃষ্টে স্থিতিশীল আছেন। তবে এর কোনো নিশ্চয়তা নেই যে অদূর ভবিষ্যতে আবারও রক্তক্ষরণ হবে না।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। দুর্নীতির দুই মামলায় দ-প্রাপ্ত তিনি। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের মার্চে তার দ- স্থগিত করে তাক শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। এরপর গুলশানের ভাড়া বাসায় ওঠেন তিনি।