বাগেরহাটের কচুয়ায় কৃষককে পিটিয়ে জখম

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের কচুয়ায় ছাগলের ধান ক্ষেত নষ্ট করায় বাধা দেওয়ায় লুৎফর রহমান আমানী (৩৮) নামের এক কৃষককে বেধড়ক পিটিয়েছেন ছাগলের মালিক ও তার স্বজনরা। বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলার বগা গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় কৃষক লুৎফর রহমানকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন তার স্বজনরা।
আহত কৃষক লুৎফর রহমান আমানী বলেন, একই এলাকায় আবুল শেখের বাড়ির পাশে তার ধানের জমি রয়েছে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে আবুল তার পালিত ছাগল ও হাঁস দিয়ে তার ধান নষ্ট করে। বারবার নিষেধ করা স্বত্তেও তিনি একই কাজ করে যাচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে ওই জমিতে ছাগল প্রবেশে বাধা দিতে গেলে আবুল শেখ, আবুলের স্ত্র চম্পা বেগম, আবুলের ভাই ইউনুস শেখ ও আবুলের শ্যালক মাসুদ শেখ তার ওপর হামলা করে। সবাই মিলে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে হাত ভেঙে দেয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।