রিয়েলমি ৯ প্রো সিরিজ বিশ্বব্যাপী বাজারে আসছে ১৬ ফেব্রুয়ারি

    0

    লোকসমাজ ডেস্ক॥ বিশ্বের দ্রুতবর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের ৯ প্রো সিরিজের স্মার্টফোন আগামী ১৬ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী বাজারে আনছে।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
    ‘ডেয়ার টু লিপ’ স্পিরিটে উদ্বুদ্ধ হয়ে রিয়েলমি অত্যাধুনিক প্রযুক্তির নতুন এ ডিভাইসটি নিয়ে আসছে। মিড রেঞ্জের স্মার্টফোন ক্যাটাগরিতে রিয়েলমি ৯ প্রো+ প্রথম ফোন যেখানে সনি আইএমএক্স৭৬৬ আইএস ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
    ক্রেতাদের রিয়েলমি ৯ প্রো+ ক্যামেরা সিস্টেম (সনি আইএমএক্স৭৬৬ ওআইএস ক্যামেরা) ব্যবহারের সুযোগ করে দিতে রিয়েলমি আগামী ৭ ফেব্রুয়ারি গ্লোবালি দিনব্যাপী অনলাইন ক্যামেরা ল্যাব এক্সপেরিয়েন্সের আয়োজন করছে।
    ২০২২ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকা চমৎকার পারফরমেন্সের অন্যতম সেন্সর সনি আইএমএক্স৭৬৬ এর সেন্সরের আকার ১/১.৫৬”এর পিক্সেলের জায়গাও অনেক বড়। ওআইএস লেন্স ব্যবহারকারীদের চমৎকার ও গুণগতমানের ছবির বিষয়টি নিশ্চিত করবে।
    মিড রেঞ্জ ক্যাটাগরিতে সেরা রিয়েলমির নম্বর সিরিজে দুর্দান্ত সংযোজন হতে যাচ্ছে ৯ প্রো সিরিজ। গ্লোবাল লঞ্চের পাশাপাশি দেশের বাজারেও ৯ সিরিজের প্রথম স্মার্টফোনটি খুব দ্রুত উন্মোচন করবে রিয়েলমি।