ডিএসই ও সিএসইতে সূচকে উত্থান

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২ ফেব্রুয়ারি) সূচকের উত্থনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও ডিএসইতে কমেছে। শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯.১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৬.৭৫ পয়েন্টে। ডিএসইর অন্যান্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক ৬.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৩.৯৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯২.৭৭ পয়েন্টে।
বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮১ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২০৪টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত আছে ৫১টির। ডিএসইতে এদিন ১ হাজার ২৬৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৮৭ কোটি টাকা কম।
এদিকে, অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ২৩.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৩৫৩.৭৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৪৪.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫৬৬.৬২ পয়েন্টে এবং সিএসআই সূচক ১.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮০.৬০ পয়েন্টে।
বুধবার সিএসইতে ৩০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির। দিন শেষে সিএসইতে ৫৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা বেশি।