কলারোয়া উপজেলার মাঠ জুড়ে চলছে ইরি-বোরো ধান রোপনের কার্যক্রম

0

শামসুর রহমান লালটু, কাজীরহাট (সাতক্ষীরা)॥ কলারোয়া উপজেলার মাঠ জুড়ে চলছে ইরি-বোরো ধান রোপনের কার্যক্রম। মাঘ মাসের প্রচন্ড শীতকে উপেক্ষা করে চাষীরা ধান রোপনের জন্য জমি প্রস্তুুত করছে আবার কেউ ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন। খেটে খাওয়া দিনমজুর শ্রমিকরাও জীবিকা নির্বাহের লক্ষে প্রচন্ড শীতকে উপেক্ষা করে ধান রোপনের কাজ করছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ১২ হাজার হেক্টর জমি ইরি-বোরো ধান চাষের জন্য নির্ধারণ করা হয়েছে।

তবে এই লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে ইরি-বোরো ধান চাষ হওয়ার আশা করছে কৃষি বিভাগ। আবহাওয়া ধান রোপনের অনুকুলে থাকায় ও ঘন কুয়াশা দীর্ঘ সময় না থাকায় ইরি-বোরো বীজতলায় তেমন ক্ষতি না হওয়ায় উপজেলায় চাষীদের চারা সংকটে পড়তে হবে না বলেও জানায় কৃষি বিভাগ। উপজেলার ঝাপাঘাট গ্রামের চাষী আজগর আলী জানায় প্রচন্ড শীতকে উপেক্ষা করেও আমার ইরি-বোরো ধান রোপন করছি। রোপনে দেরি হলে ধানের ফলন ভালো হবে না তাই অনেক কষ্ট হলেও ধান রোপনের কাজ করছি। এছাড়া কৃষি বিভাগ থেকে আমরা সব সময় সহযোগিতা পেয়েছি। কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন বৈরী আবহাওয়ায় বোরো বীজতলায় কিভাবে পরিচর্যা করতে হবে, কোন সময় কিভাবে ধান রোপন করলে ধানের ফলন ভালো হবে ইত্যাদি বিষয়ে আমি সহ মাঠ পর্যায়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ সর্বদাই চাষীদের পরামর্শ দিয়ে আসছি। বড়ধরনের কোন দুর্যোগ না এলে আর আবহাওয়া ধান চাষের অনুকুলে থাকলে চলতি মৌসুমে বাম্পার ফলন হবে বলে আশা করি।