বিশ্বকাপে ভারতীয় দলের ছয়জনকে পাঠানো হলো আইসোলেশনে

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা আক্রান্ত হলেন একজন। তবে মোট ৬জনকে আইসোলেশনে পাঠিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজে চলমান আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আগেরদিন আয়ারল্যান্ডকে ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারানোর পরই করোনা আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ পেয়েছে। যদিও প্রথমে আইসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের কোন ক্রিকেটার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন, সেটা প্রকাশ করা হয়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারতীয় দলের এক সদস্যের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। যে কারণে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠানো হয়েছে।’ ওই একজন আক্রান্ত হলেও আরও ৫জনকে আইসোলেশনে পাঠানোর কথাও জানিয়েছে আইসিসি। তারা লিখেছে, ‘কোভিড-১৯ রিপোর্ট না আসার কারণে, সংশয় থেকেই আরও ৫ ক্রিকেটারকেও আইসোলেশনে রাখা হয়েছে।’ তবে পরবর্তীতে আইসিসি ওয়েবসাইটে জানানো হয়েছে সেই ক্রিকেটার হলেন, ‘সিদ্ধার্থ যাদব।’ বাকি ৫জনের মধ্যে আরও তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছে। সেই তিনজন হলেন, ‘ইয়াস ধুল, আরাধ্য যাদব এবং এসকে রাশিদ।’
মানাভ পারাখ এবং ভাসু ভাটস-এর রেজাল্ট নেগেটিভ এলেও এই দু’জনের মধ্যে করোনার লক্ষ্মণ দেখা যাচ্ছে। ফলে তাদেরকেও আইসোলেশনে রাখা হয়েছে। বিসিসিআইয়ের একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘তারা পুরো বিষয়টা মনিটরিং করছে। তারা টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফদের সঙ্গে বিষয়টা নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছে এভং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে।’ এই ৬ ক্রিকেটারের কেউই অবশ্য বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ছিলেন না।