ম্যাকগ্রার ঝড়ে উড়ে গেলো ইংল্যান্ড

0

লোকসমাজ ডেস্ক॥ প্রথমে বল হাতে নিলেন ৩ উইকেট, পরে ব্যাট হাতেও তুললেন ৪৯ বলে ৯১ রানের ঝড়। রীতিমতো একা হাতেই ইংল্যান্ড নারী দলকে হারিয়ে দিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার তাহ্লিয়া ম্যাকগ্রা। তার অলরাউন্ড নৈপুণ্যে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে অসিরা। সদ্য সমাপ্ত পুরুষদের অ্যাশেজ সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড দল। এবার নারী অ্যাশেজ শুরুর ম্যাচেও অভিন্ন দশা ইংলিশ নারীদের। বৃহস্পতিবার অ্যাডিলেইড ওভালে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েও জিততে পারেনি ইংল্যান্ড। সফরকারীদের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়াকে। অবশ্য ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ২৬ রানের মাথায় অ্যালিসা হিলির (৯ বলে ৭) বিদায় খানিক চিন্তার কারণ হয়েছিল। কিন্তু সেটিকে জেঁকে বসতে দেননি অধিনায়ক ম্যাগ ল্যানিং ও তাহ্লিয়া ম্যাকগ্রা।
এ দুজনের অবিচ্ছিন্ন ১৪৪ রানের জুটিতে মাত্র ১৭ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। তিন নম্বরে নেমে ১৩ চার ও ১ ছয়ের মারে ৪৯ বলে ৯১ রান করেন ম্যাকগ্রা। সঙ্গত কারণে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। অসি অধিনায়ক ল্যানিং ৪৪ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। এই ইনিংসের সুবাদে বিশ্বের তৃতীয় নারী ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ল্যানিং। এর আগে ইংল্যান্ডকে ১৬৯ রানের সংগ্রহ এনে দেন ওপেনার ড্যানিয়েল ওয়েট। তার ব্যাট থেকে আসে ৫৪ বলে ৭০ রানের ইনিংস। এছাড়া নাটাল সিভার ২৩ বলে ৩২ ও ট্যামি বিমাউন্ট ২৪ বলে করেন ৩০ রান। অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে ৪ ওভারে ২৬ রান খরচায় ৩ উইকেট নেন ম্যাকগ্রা। অন্য উইকেট শিকার করেন অভিষিক্ত অ্যালানা কিং।