এনভয় টেক্সটাইলের ৮৭ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার অনুমোদন

0

লোকসমাজ ডেস্ক॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের ৮৭ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, কমিশন সভায় এনভয় টেক্সটাইলের ৮৭ কোটি টাকার ৫ বছর মেয়াদি পূর্ণ অবসায়নযোগ্য অ-রূপান্তরযোগ্য কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ারের প্রস্তাব অনুমোদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ প্রিফারেন্স শেয়ার প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। যার অভিহিত মূল্য ১০ টাকা। কুপন হার ৭ থেকে ৭ দশমিক ৫ শতাংশ। এ শেয়ার ইস্যুর মাধ্যমে এনভয় টেক্সটাইল ব্লেন্ডেড ইয়াং প্রজেক্ট বাস্তবায়ন এবং ব্যাংক ঋণ পরিশোধ করা হবে।