সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনমারা গেছেন

0

লোকসমাজ ডেস্ক॥ জনপ্রিয় থ্রিলার সিরিজ মাসুদ রানার স্রষ্টা ও সেবা প্রকাশনীর কর্ণধার কাজী আনোয়ার হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। প্রকাশনা প্রতিষ্ঠানটির অফিসিয়াল পেজে গতকাল বুধবার বিকেলে কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন এ লেখক-প্রকাশক। তার বাবা বিখ্যাত পরিসংখ্যানবিদ, শিক্ষক ও লেখক কাজী মোতাহার হোসেন। সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে তিনি ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে ‘কুয়াশা’ নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিল। বিদ্যুৎ মিত্র ও শামসুদ্দীন নওয়াব ছদ্মনামেও বই লিখেছেন তিনি।