ব্যাটিং তাণ্ডবে বিবিএলে ম্যাক্সওয়েলের ইতিহাস

0

লোকসমাজ ডেস্ক॥বিগ ব্যাশ লিগে (বিবিপএল) বুধবার (১৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে বল হাতে ক্যামেরন বয়েস ডাবল হ্যাটট্রিকে গড়েছিলেন ইতিহাস। দিনের আরেক ম্যাচে ব্যাটিংয়ে রচিত হলো আরেক ইতিহাস, এবার ব্যাটিংয়ে; যার স্রষ্টা গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার মেলবোর্ন স্টার্সের হয়ে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালালেন। টুর্নামেন্টের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন অধিনায়ক। মেলবোর্নে ম্যাক্সওয়েল ওপেনিং জুটি গড়েন জো ক্লার্কের সঙ্গে। মাত্র ৭ ওভারেই ৯৭ রান করে থামে এই জুটি, যাতে ৬০ রানই ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে। মাত্র ২০ বলে ৮ চার ও এক ছয়ে হাফ সেঞ্চুরি করেন তিনি। নিক লার্কিনের সঙ্গে দ্বিতীয় উইকেটেও ঝড় অব্যাহত রাখেন ম্যাক্সওয়েল। তার ৪১ বলের সেঞ্চুরি হতেই ভাঙে ৪৪ রানের এই জুটি। না, ম্যাক্সওয়েল তখনো ক্রিজে। লার্কিন বিদায় নেওয়ার পর মার্কাস স্টয়নিসের সঙ্গে মেলবোর্ন ওপেনার আরো বিপজ্জনক হয়ে ওঠেন। দুজনের ব্যাটেই ছিল আগুন। ৩১ বলে ৪ চার ও ৬ ছয়ে ৭৫ রানে অপরাজিত ছিলেন স্টয়নিস। ১৩২ রানের অবিচ্ছিন্ন জুটিতে যখন মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল, তখন তার নামের পাশে ১৫৪ রান। ৬৪ বল খেলে ২২ চার ও ৪ ছয়ে এই রান তোলেন তিনি, যা বিবিএলের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রান। আর টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রানের তালিকায় তিন নম্বরে মেলবোর্নের ২ উইকেটে ২৭৩ রানের সংগ্রহ।