যশোরে এমকে রোডের হাজী বিরিয়ানি হাউজে অগ্নিকা-ে ব্যাপক ক্ষতি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের এম কে রোডের হাজী বিরিয়ানি হাউজ নামক হোটেলে অগ্নিকা-ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবার গভীর রাতে এই অগ্নিকা- হয়। হোটেলের মালিক দৈনিক লোকসমাজ’র চিফ ফটো সাংবাদিক হানিফ ডাকুয়া। হানিফ ডাকুয়া জানান, রাত দুটোর দিকে তার হোটেলের পাশের ভবনের রুবেল নামে এক যুবক অগ্নিকা-ের বিষয়টি দেখতে পান। সাথে সাথে তিনি কোতয়ালি থানায় ছুটে গিয়ে ডিউটি অফিসারকে জানান, ফায়ার সার্ভিসকে খবর দিতে। কিন্তু ডিউটি অফিসার প্রথমে তাকে পাত্তা দেননি। তবে পরে রুবেলের অনুরোধে ডিউটি অফিসার ঘটনাস্থলে গিয়ে আগুন লাগার বিষয়টি দেখতে পান। এরই মধ্যে আবার রুবেল ফায়ার সার্ভিস অফিসে ছুটে গিয়ে আগুন লাগার বিষয়ে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি ধারণা করছেন, বৈদ্যুতিক শটসার্কিটের কারণে আগুন লেগেছে। অগ্নিকা-ে তার হোটেলে থাকা ফ্রিজ ও ফ্যানসহ পুড়ে যাওয়াসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।