লেনদেন বেড়েছে শেয়ার বাজারে

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের শেয়ার বাজারে রোববার (১৬ জানুয়ারি) অধিকাংশ সূচক বেড়েছে। আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেনের পরিমাণও।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫০২ পয়েন্টে অবস্থান করছে। তবে, ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ৫৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫০৫ কোটি ৮২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২৪২ কোটি ৮৪ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮২টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত আছে ৪৫টির।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭৫ পয়েন্টে। সিএসই ৫০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৫১৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৫৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির। সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।