পাইকগাছায় সংবর্ধনা দেওয়া হলো সিনিয়র বাণিজ্য সচিবকে

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি মেহেরুনন্নেছা বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রাণলয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে একা অনুষ্ঠান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বাণিজ্য মন্ত্রানলয়ের সিনিয়র সচিব পাইকগাছা থানার কৃতী সন্তান তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান,কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার।