শার্শায় নির্বাচনপরবর্তী সহিংসতা দু’সহোদরসহ ৫ জন ছুরিকাহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামে নির্বাচনপরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের ছুরিকাঘাতের দু’সহোদরসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের ভেতর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অপরদিকে, একই উপজেলার স্বরূপদাহ গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও কন্যা আহত হয়েছেন।
ছুরিকাহত ব্যক্তিরা হলেন, গোড়পাড়া গ্রামের আব্দুল আলীমের দু’পুত্র পিকুল হোসেন (১৯), ইদ্রিস আলী (২৭)। আনিছুর রহমানের পুত্র ইউনুছ আলী (২৫)। আব্দুল আজিজের পুত্র বাবু (২৫) ও আব্দুর রশিদের পুত্র রাব্বীল হোসেন (১৯)। আহতদের ভেতর পিকুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসক বলছেন, তার ফুসফুস ইনজুরি হয়েছে। ফুসফুস থেকে বাতাস বের হচ্ছে। যে চিকিৎসা যশোরে সম্ভব না। ছুরিকাহত অন্য ৪ জনের অবস্থা গুরুতর হলেও এ হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া সম্ভব। আহত ইউনুছ আলী জানিয়েছেন, ছুরিকাহত বাবুর ছোট ভাই রিয়াজকে (১৬) একই গ্রামের আশিক কালদুপুরে মারপিট করে। এ সময় তারা ঘটনার প্রতিবাদ করেন। তখন আশিক তার সহযোগী জাহাঙ্গীরসহ ১০/১২ জন এসে অতর্কিত হামলা চালায় এবং সকলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তারা আহত হন। আহতরা জানিয়েছেন, তারা শার্শার নিজামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম রেজা বিপুলের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। অপরদিকে, পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে ছিল হামলাকারীরা। পরাজয়ের পর প্রতিশোধ নিতে ওই সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এদিন সকাল সাড়ে ৯টার দিকে একই উপজেলার স্বরূপদাহ গ্রামে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, ইমান আলী (৪৯) তার স্ত্রী সুফিয়া বেগম (৪৫) ও কন্যা জান্নাতুল ফেরদৌস (১১)। ইমান আলী জানিয়েছেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে মুজিবর লোকজন নিয়ে তার বাড়ি হামলা চালায়। এ সময় তিনি (ইমান আলী ঘরের ভেতর শুয়ে ছিলেন। হামলাকারীরা বিছানা থেকে তুলে নিয়ে তাকে বাঁশ দিয়ে বেদম প্রহার করে। তখন স্ত্রী ও কন্যা ঠেকাতে আসলে তাদেরকেও বেদম প্রহার করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।