রাশিয়ার সঙ্গে সংঘাতের আবহে ব্যাপক সাইবার হানা, বিপর্যস্ত ইউক্রেন

0

লোকসমাজ ডেস্ক॥ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত নতুন মোড় নিলো। আজ শুক্রবার ব্যাপক সাইবার হানায় বন্ধ হয়ে গেল ইউক্রেনের একাধিক সরকারি ওয়েবসাইট। এতে দাপ্তরিক কাজে বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে। ইউক্রেন প্রশাসন মনে করছে, এই ভয়ঙ্কর সাইবার হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে। যদিও এ বিষয়ে রাশিয়ার কেনো মন্তব্য পাওয়া যায়নি। খবর দ্য গার্ডিয়ান ও এই সময় এর। ইউক্রেনের শিক্ষামন্ত্রী এ ঘটনাটিকে ‘গ্লোবাল সাইবার অ্যাটাক’ বলে নিজের ফেসবুকে দাবি করেছেন। যদিও এই হামলার পেছনে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। রাশিয়া ঘটনার দায় স্বীকার না করলেও এই হামলার পেছনে মস্কোর হাত রয়েছে বলে অনুমান কিয়েভের। কারণ অতীতে একাধিকবার রাশিয়ান হ্যাকারদের হামলার মুখে পড়তে হয়েছে রাশিয়ার প্রতিবেশী দেশটিকে।
উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই অবনতি হয়েছে রাশিয়া- ইউক্রেন সম্পর্কের।‌ ইউক্রেনের পূর্ব সীমান্তে রাশিয়া কমপক্ষে এক লক্ষ সেনা মোতায়েন করেছে বলে অভিযোগ করে কিয়েভ। ইউক্রেনের দাবিকে জোরালো সমর্থন আমেরিকাসহ পশ্চিমী জোট। পশ্চিমে জোটের তোপের মুখে পড়তে হয় পুতিনকে। ইউক্রেন দখলের কোনও অভিসন্ধি মস্কোর নেই বলে স্পষ্ট জানায় রাশিয়া।