ঝিনাইদহের নতুন জেলা প্রশাসক মনিরা বেগমের যোগদান

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মনিরা বেগম। বৃহস্পতিবার এক আনন্দঘন পরিবেশে তিনি বিদায়ী জেলা প্রশাসক মজিবর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় জেলা প্রশাসক দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মজিবর রহমান দীর্ঘ ১০ মাস ঝিনাইদহে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি করোনা মহামারি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদানের উদ্দেশ্যে বৃহস্পতিবার ঝিনাইদহ ত্যাগ করেন।