ঝিকরগাছা নির্বাচনের আগ মুহুর্তে ভোট কেন্দ্র পরিবর্তনের গুঞ্জন

0

স্টাফ রিপোটার॥ আসন্ন আগামী ১৬ জানুয়ারী যশোরের ঝিকরগাছা পৌরসভার ৫নং ওয়ার্ডের ভোট কেন্দ্র পরিবর্তনের গুঞ্জন উঠেছে। ফলে ওই ওয়ার্ডের ৩ জন কাউন্সিলর প্রার্থী ফারুক হোসেন (ডালিম প্রতীক), জাহাঙ্গীর আলম (টেবিল ল্যাম্প প্রতীক), আরমান হোসেন কাকন (পাঞ্চাবী প্রতীক) আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা খুলনা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার যশোর (রিটার্ণিং অফিসার) বরাবর লিখিত আবেদন করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে, আগামী ১৬ জানুয়ারী পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক ইতিমধ্যে গত ২ ডিসেম্বার খসড়া ও ৮ ডিসেম্বর ৫নং ওয়ার্ডে নাজমুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি চুড়ান্ত ভোট কেন্দ্র হিসেবে ঘোষনা দেন। কিন্তু ৫নং ওয়ার্ডের ভোট কেন্দ্র পরিবর্তনের দাবিতে একজন ভোটারের আবেদনের প্রেক্ষিতে গত সোমবার বিভাগীয় ও জেলা নির্বাচন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শনে আসেন। ফলে ওই কেন্দ্রটি পরিবর্তন হয়ে খাদেমুল ইনছান নামীয় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চলে এসেছে বলে ঝিকরগাছা পৌর এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। এদিকে ভোট কেন্দ্র পরিবর্তন হওয়ার খবওে ওই ওয়ার্ডের তিন কাউন্সিলন প্রার্থী ভোট কেন্দ্র পরিবর্তন না হওয়ার দাবিতে মঙ্গলবার লিখিত আবেদন করেন। এ ব্যাপারে খুলনা আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ইউনুস আলীর ০১৯১২-৫৩০৬৬ মোবাইলে জানতে চাইলে তদন্তপূর্বক দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট পাঠাবোন বলে জানান। তবে এখনো পর্যন্ত ভোট কেন্দ্র পরিবর্তন হয়নি বলেও জানান তিনি। বুধবার সন্ধ্যায় জেলা নির্বাচনী কর্মকর্তা হুমায়ুন কবীরের নিকট জানতে চাইলে ভোট কেন্দ্র পরিবর্তনের বিষয় তিনি ঢাকাতে খোঁজ নিতে বলেন। তবে নির্বানের ২৫ দিনপূর্ব পর্যন্ত ভোট কেন্দ্র পরিবর্তন হওয়ার সুযোগ নেই বলে নির্বাচনী গেজেট স্পষ্ট লেখা রয়েছে দাবি করে উক্ত ভোট কেন্দ্র ভোটের মাত্র ৩ দিন পূর্বে পরিবর্তন হলে আদালত পর্যন্ত যাবেন বলে কাউন্সিলর প্রার্থী আরমান হোসেনের ভাই আরাফাত কল্লোল জানিয়েছেন।