শরণখোলায় নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মেলেনি

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় মো. মুন্না (১৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক জায়গায় খোঁজাখুঁজি করে সন্তানের খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাবা-মা। এ ঘটনায় বুধবার শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পরিবারটি। এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি মুন্না। নিখোঁজ মুন্না শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল সোবহান হাওলাদারের ছেলে। সে রাজাপুর ছালিহা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। শরণখোলা থানা পুলিশের ওসি সাইদুর রহমান জানান, মুন্না নামের একটি ছেলে হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় একটি ডায়েরি হয়েছে। ছেলেটিকে খুঁজে পেতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।