রামপালের ডাকরা গণহত্যার ইতিহাস বিকৃত করার প্রতিবাদে মানববন্ধন

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ বাগেরহাটের রামপালের ডাকরা গণহত্যার ইতিহাস বিকৃত করায় বিকৃতকারীদের ধিক্কার জানিয়ে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ডাকরা বধ্যভূমির সামনে বধ্যভূমি সংরক্ষণ কমিটির উদ্যোগে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন, জেলা পরিষদের সাবেক সদস্য মুক্তিযোদ্ধা অতিন্দ্রনাথ হালদার দুলাল, বধ্যভূমি সংরক্ষণ কমিটির সভাপতি প্রফুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ও ডাকরা গণহত্যা বইয়ের লেখক বিষ্ণুপদ বাগচি, মুক্তিযোদ্ধা শেখ আলতাফ হোসেন, আব্দুল খালেক হাজী প্রমুখ। এ সময় বক্তারা দাবি করেন, কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে ডাকরা গণহত্যার ইতিহাস বিকৃত করছেন। ১৯৭১ সালে এই গণহত্যার সাথে শেখ আব্দুস সালাম জড়িত ছিলেন না। তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যে একটি চক্র এই অপপ্রচার চালাচ্ছে। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, ডাকরা গণহত্যার প্রতক্ষদর্শী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, ১৯৭১ সালের ২১ মে শুক্রবার বাগেরহাটের রজ্জব আলী ফকিরের রাজাকার বাহিনী রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ডাকরা গ্রামে ব্যাপক গণহত্যা চালায়। গুলি ও জবাই করে তারা সেদিন প্রায় ৬ শতাধিক মানুষকে হত্যা করে।