হাজার কোটিবারেরও বেশি ডাউনলোড হয়েছে গুগলের যেসব অ্যাপ

0

লোকসমাজ ডেস্ক॥ ‘জিমেইল ফর অ্যান্ড্রয়েড’ সম্প্রতি নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। গুগল প্লে-স্টোরে ১ হাজার কোটিবার ডাউনলোডের ঘরে প্রবেশ করেছে অ্যাপটি। সোমবার (১০ জানুয়ারি) এই মাইলফলক স্পর্শ করার বিষয়টি জানায় গুগল কর্তৃপক্ষ।
ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, এক হাজার কোটিবার ডাউনলোড হওয়া গুগল অ্যাপের মধ্যে জি-মেইল চতুর্থ। এর আগে গুগল প্লে সার্ভিসেস, গুগল ম্যাপস ও ইউটিউব এই মাইলফলকে পৌঁছেছে।
বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে জি-মেইলের মতো গুরুত্বপূর্ণ অ্যাপ আগে থেকেই ইনস্টল (প্রি-ইনস্টল) করা থাকে। এ কারণে অ্যাপটির এক হাজার কোটিবারের মাইলফলকে পৌঁছাতে এত সময় লাগায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। যদিও গুগলের বিশাল এই অর্জনে এসব কিছুই প্রভাব ফেলেনি।
নতুন এই মাইলফলকে পৌঁছাতে জি-মেইলের এত সময় কেন লাগলো তার একটি ব্যাখ্যা রয়েছে। অনেকে মনে করেন, জি-মেইলের লাইট ভার্সন ‘জি-মেইল গো’ দিয়ে কাজ করেন অনেক ব্যবহারকারী। এছাড়া জিমেইল ওয়েব ব্যবহারকারীর সংখ্যাও কম নয়। সব মিলিয়ে তাই জি-মেইল ডাউনলোডের পরিমাণ কমেছে।