ফের করোনাভাইরাসে আক্রান্ত রাজ-শুভশ্রী

0

লোকসমাজ ডেস্ক॥ ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। আপাতত নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন তারা। তবে তাদের এক বছর বয়েসী পুত্র ইউভান আক্রান্ত কিনা তা জানা যায়নি।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে এক টুইটে পরিচালক-ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, ‘আমি ও শুভশ্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। আমরা বাড়িতেই আইসোলেশনে আছি। মাস্ক পরুন এবং করোনা সংক্রান্ত সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন।’
গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। এর কয়েক মাস পরেই এ ভাইরাসে আক্রান্ত হন রাজ চক্রবর্তী। কিন্তু তাদের পুত্র ইউভান সুস্থ ছিলেন। কয়েক দিন আগে জলবসন্তে (চিকেন পক্স) আক্রান্ত হয়েছিলেন রাজ চক্রবর্তী। জলবসন্ত থেকে সুস্থ হওয়ার পর ফের আক্রান্ত হলেন তিনি।