ঝিকরগাছায় পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিপুনের প্রচারনায় বাধা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ আগামী ১৬ জানুয়ারী ঝিকরগাছা পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র মেয়র প্রার্থী ইমরান হাসান নিপুনের (কম্পিউটার প্রতীক) এর প্রচার-প্রচারনায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাচন অফিসার বরাবার জমা দিয়েছেন ওই প্রার্থী। লিখিত াভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত মঙ্গলবার দুপুরে ১নং ওয়ার্ডে তার নির্বাচনী প্রচার মাইক গেলে কয়েকজন যুবক তার প্রচার মাইক ফিরিয়ে দেয় এবং অকর্থ ভাষায় গালিগালাচ করে। এছাড়া বুধবার ৩নং ওয়ার্ডের সম্মিলনী স্কুল মোড় এলাকা থেকে প্রচার মাইকের মেমোরিকার্ড ছিনিয়ে নেয় এবং ২,৩ ও ৪ নং ওয়ার্ডে কম্পিউটার প্রতীকের মহিলা কর্মীদের তাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন স্বতন্ত মেয়র প্রার্থী ইমরান হাসান নিপুন। তিনি আগামী ১৬ জানুয়ারী নির্বাচন অবাধ সুষ্ট করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ^াসের ০১৫৫০-০৪২৩৫৬ মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিফ করেননি।