ঝিকরগাছায় পুলিশের দায়েরকৃত মামলায় আগাম জামিন পেলেন ১০ বিএনপি নেতা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা থানায় পুলিশের দায়েককৃত কথিত নাশকতামুলক মামলা থেকে আগাম জামিন পেলেন বিএনপির ১০ নেতাকর্মী। মঙ্গলবার মহামান্য হাইকোট বিভাগের বিচারক মোস্তফা জামান ইসলাম ও এএসএম আব্দুল মোবিন এর দৈত বেঞ্চ তাদের জামিন দিয়েছেন। জামিন প্রাপ্তরা হলেন, ঝিকরগাছা পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আরমান হোসেন কাকন, ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী মশিয়ার রহমান, ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী মতিয়ার রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজাহান আলী, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম হোসেন ও আজিম হোসেন, ঝিকরগাছা মাস্টারপাড়ার বাসিন্দা মৃত-লুৎফর বিশ^াসের ছেলে বিএনপি নেতা তৌহিদুজ্জামান বাবু ও ডাবলু, কীর্তিপুর গ্রামের মৃত-ইমান আলীর ছেলে ইউনুস আলী। উল্লেখ্য, গত ১ জানুয়ারী ঝিকরগাছা থানার এস আই সিরাজুল ইসলাম বাদি হয়ে ঝিকরগাছা থানায় বিএনপি ও অংগ সংগঠনের শীর্ষ ৩৪ নেতাকর্মীসহ ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামী করে নাশকতামুলক মামলা দায়ের করেন। যার নং-০২, তাং-০১/০১/২০২২ ইং। ধারা-১৯৭৪ সালের ১৫(৩)/২৫ডি ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৫/৬ ধারার অপরাধ। ইতিমধ্যে উল্লেখিত মামলায় ৩ জন এজাহারভুক্তসহ ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন ঝিকরগাছা থানা পুলিশ।