লোহাগড়ায় দু শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়া উপজেলায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের লোহাগড়ার ডাকবাংলো চত্বরে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে কালের কণ্ঠ পত্রিকার শুভ সংঘ এর ব্যবস্থাপনায় রবিবার(২ জানুয়ারি) দুপুরে এ কম্বল বিতরণ করা হয়। লোহাগড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ মসিয়ূর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। এসময় নড়াইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিকদার আজাদ রহমান, কালের কণ্ঠের নড়াইল প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, লোহাগড়া পৌরসভার ৩নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রাজিয়া সুলতানা বিউটি, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সাহিদুর রহমান সাবু, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক হোসেন উপস্থিত ছিলেন।