যশোরে স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

0

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেস ডা. ইকবাল আরসেলান এবং মহাসচিব প্রফেসর ডা. আব্দুল আজিজ স্বাক্ষরিত (কমিটিতে) ডা. এম এ বাশারকে আহ্বায়ক এবং ডা. গোলাম মোর্তুর্জাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে রয়েছেন, ডা. এ কে এম কামরুল ইসলাম বেনু, ডা. ইয়াকুব আলী মোল্লা, ডা. গোলাম ফারুক, ডা. মোস্তাফিজুর রহমান মুসা, ডা. নাসিম রেজা, ডা. আসাদুজ্জামান, ডা. অজয় কুমার সরকার, ডা. জহিরুল ইসলাম বাবু, ডা. ইকবাল আহমেদ, ডা. প্রদীপ গাঈন, ডা. আলমগীর কবির লিটন, ডা. ওয়াহেদুজ্জামান ডিটু, ডা. মো. তৌহিদুল ইসলাম, ডা. মো. আনোয়ার হোসেন, ডা. মো. সেলিম রেজা, ডা. মাহমুদুল হাসান পান্নু, ডা. আশরাফুজ্জামান, ডা. এএইচএম মোস্তফা কামাল সৈকত, ডা. পার্থ প্রতীম চক্রবর্তী, ডা. তানভীর হাসান বিজয়, ডা. তানভীন রহমান রিমু, ডা. মাসুদুল ইসলাম, ডা. রিয়াদ বিন, আলী, ডা. হাসনাত, আনোয়ার মুন, ডা. দীপঞ্জন সাহা বিজ্ঞপ্তি।