‘কিছু বিরোধী দল সরকারের কূটকৌশল বুঝতে অক্ষম হয়েছে’

0

লোকসমাজ ডেস্ক॥ ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, কিছু কিছু বিরোধী দল আছে যারা এই সরকারের কূটকৌশল বুঝতে অক্ষম হয়েছে। তার খেসারত আজ জনগণ দিচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, এই সরকার ক্ষমতায় এসে বিরোধী দলীয় নেত্রীকে বাড়িছাড়া করে, তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এরা দেশের আলেম ওলামাদেরকে নির্যাতন করে, বিনা বিচারে কারাগারে রাখে। তিনি বলেন, এই সরকার শুধুমাত্র ভোটাধিকার হরণ করেছে এমনটি না। ২০১৪ সালে বিনা ভোটের একটা কথাকথিত নির্বাচন হয়েছে, যে নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এই তাবেদার সরকার ছয়জন ব্যক্তিকে দিয়ে ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন কেমন হবে সেটা ঠিক করেছিল। ২০১৮ সালে আটজন ব্যক্তিকে দিয়ে আরেকটা বিনা ভোটের নির্বাচনের আয়োজন করেছিল। এসময় সংকট নিরসনের জন্য সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিকে আহ্বান জানান ডাকসুর সাবেক ভিপি।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, আপনারা নির্বাচন ব্যবস্থার জানাজা পড়িয়ে কবরে শুইয়ে দিয়েছেন। এখন কবর থেকে তুলে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের আয়োজন করছেন? যদি কোনো সংলাপের প্রয়োজন হয়, তবে সেটা প্রধানমন্ত্রী ডাকবেন। বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৭৩ সালে ভোট চুরি করে খন্দকার মোশতাককে পাশ করিয়েছিল। ৭৪ সালে সব রাজনৈতিক দলের সঙ্গে নিজের দলকেও নিষিদ্ধ করে বাকশাল করেছিলেন বঙ্গবন্ধু। ২০১৪ সালের নির্বাচনে প্রার্থী বিহীন নির্বাচন এবং ১৮ সালের ভোটার বিহীন নির্বাচন করে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ আতাউল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক, মাহফুজুর রহমান খান প্রমুখ।