স্ত্রীর হয়রানি থেকে মুক্তি পেতে স্বামীর সংবাদ সম্মেলন

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের রামপালে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের মামলা ও ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ইসরাফিল মল্লিক নামের এক ব্যক্তি। অসত্য তথ্য দিয়ে বিয়ে, টাকা নেওয়া, স্ত্রীর অন্যত্র সম্পর্ক ও মামলার মাধ্যমে হয়রানির অভিযোগ এনে বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন রামপাল উপজেলার কদমদী গ্রামের ইসরাফিল মল্লিক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২১ সালের ১৫ মার্চ দর্পনারায়ণপুর গ্রামের কামাল শেখের মেয়ে জান্নাতুল ফেরদৌস রিয়ার সাথে তার বিয়ে হয়। মেয়ের পরিবারের লোকজন এফিডেফিটের মাধ্যমে মেয়ের বয়স বেশি দেখিয়ে বিবাহের ব্যবস্থা করে। ২৯ মার্চ আনুষ্ঠানিক ভাবে স্ত্রী রিয়াকে বাড়িতে নিয়ে আসেন তিনি। সাতদিন পরে বেড়াতে আসা শ্বশুর বাড়ির স্বজনদের সাথে রিয়া বাবার বাড়ি চলে যায়। যাওয়ার সময় দেনমোহরের দেড় লাখ টাকার মধ্যে উসুল ৬৭ হাজার ৮শ টাকার স্বর্ণালঙ্কারও নিয়ে যায়। বাড়িতে ফিরে রিয়া জানিয়ে দেয় সে আর সংসার করবে না। অনেক চেষ্টা করেও স্ত্রীকে ফিরিয়ে আনতে পারেননি ইসরাফিল মল্লিক। পরবর্তীতে তিনি জানতে পারেন মাছুম শেখ নামে একটি ছেলের সাথে স্ত্রীর তিন বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। কুচক্রী মহলের প্ররোচনায় স্ত্রী ২৯জুন ব্র্যাক রামপাল শাখায় মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির আওতায় স্বামীর নামে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ব্র্যাক কর্তৃপক্ষ উপস্থিত থাকার জন্য একটি নোটিস পাঠায়। ১২ ডিসেম্বর ব্র্যাক কার্যালয়ে দুই পক্ষের লোকেরা উপস্থিত হন। সেখানে মেয়ে পক্ষ সব দোষ স্বীকার করে নিলেও দার বিরুদ্ধে মিথ্যা দুই লাখ টাকার যৌতুক দাবির অভিযোগ করে। ইসরাফিলকে এখন স্ত্রী ও তার পরিবারের লোকজন বিভিন্নভাবে নারী নির্যাতন মামলা দিয়ে জব্দ করার হুমকি দিচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি চান তিনি।