ঝিকরগাছায় পিস্তল উঁচিয়ে হুমকিদাতা ছাত্রলীগ নেতাকে আটক করেছে র‌্যাব

0

স্টাফ রিপোর্টার॥ প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি দেয়া যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহারিয়ার নিলয় সোহাগকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে ঝিকরগাছা বাঁকড়া থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে যশোর র‌্যাব -৬ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাজিউর রহমান। তিনি আরও বলেন, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা করা হবে। এখনি বিস্তারিত বলা যাচ্ছেনা। উল্লেখ, গত ১৬ ডিসেম্বর ঝিকরগাছার গদখালী বাজারে অবস্থিত গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান তবিকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি দেয় ছাত্রলীগ নেতা শাহারিয়ার নিলয় সোহাগের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল। ওইদিন বিকেল ৩ টার দিকে তবিবর রহমানের ব্যবসা প্রতিষ্ঠান এম আর ট্রেডার্সে গিয়ে তার ছেলে হৃদয়কে খুঁজতে থাকে। ছেলেকে না পেয়ে দোকানে পিতা তবিবরকে গালিগালাজ করে এবং দোকানের মালামাল নষ্ট করে। পরে ছাত্রলীগের সভাপতি সোহাগ তার পকেট থেকে পিস্তল বের করে হত্যার হুমকি দিয়ে দলবল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরে ঘটনার সিসি টিভির ভিডিও ফুটেজ ভাইরাল হয়। দল থেকেও তাকে বহিস্কার করা হয়।