তালায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরা তালার খলিলনগরে পল্লী বিদ্যুতের শ্রমিক আসাদুল ইসলাম শেখ(৩০) বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে তিনি চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকালে তার মৃত্যু হয়। নিহত আসাদুল শেখ তালা উপজেলার উত্তর নলতা গ্রামের মনু শেখের ছেলে। খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, গত রোববার বিকালে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় পুলের মাথায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে ঝলসানো অবস্থায় পুলের উপর থেকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্নইউনিটে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। শ্রমিক মো. আব্দুল্লাহ জানান, পুলের উপর বিদ্যুতের তারে বাইন্ডিং এর কাজ করার সময় আসাদুল বিদ্যুৎ স্পৃষ্ট হন । পল্লী বিদ্যুতের তালা সাব জোনের এজিএম লিটন চন্দ্র দে জানান, বিদ্যুৎ থাকা অবস্থায় কাজ করার নিষেধ অমান্য করে ঠিকাদার কাজ চলমান রাখে। এ সময় তারের বাইন্ডিং কাজের শ্রমিক আছাদুল বিদ্যুৎ স্পষ্ট হন এবং মারা যান।