চৌগাছার বল্লভপুর বাওড়ে মাছ চাষে বাধা: সাইফুল মেম্বরসহ ২১জনের বিরুদ্ধে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাওড়ে মাছ চাষে বাঁধা ও দখল চেষ্টার অভিযোগে স্থানীয় সুখপুকুরিয়া ইউপি মেম্বর সাইফুল ইসলাম বিশ^াসসহ ২১জনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে কার্ত্তিক বিশ^াস সোমবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দেন। আদালত অভিযোগ আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। একই সাথে আগামী ২৯ মার্চ (২০২২) পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মাহমুদ হাসান বুলু। বিবাদীরা হলেন- চৌগাছা উপজেলার বল্লভপুর গ্রামের মৃত কাওসার বিশ^াসের ছেলে সাইফুল ইসলাম বিশ^াস ( ইউপি মেম্বর), মৃত জমছের ফকিরের ছেলে শামিনুর, মৃত মতলেব মন্ডলের ছেলে জিন্নাত আলী, ফজলুল হকের ছেলে হাসেম আলী, মতুর আলীর ছেলে বিপ্লব হোসেন, মৃত রওশন আলীর ছেলে আবদুল মাজিত, মৃত ইরাদ আলীর ছেলে নেবুর আলী, মৃত বদরউদ্দিনের ছেলে ভনু মিয়া, মৃত রহমান মল্লিকের ছেলে আলাউদ্দিন মল্লিক, সিরাজুল বিশ^াসের ছেলে সাহির বিশ^াস, মৃত কালাম হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন, আতিয়ার রহমানের ছেলে ফারুক মিয়া, আমিন আলীর ছেলে সোহাগ হোসেন, মো. কটাই কাশেমের ছেলে আবদুল হাই, মোঃ জানালীর ছেলে জামির হোসেন, মৃত নূর বক্সের ছেলে আফছার হোসেন, মৃত কাজেম আলীর ছেলে বাকের আলী, মৃত ছামাদ মল্লিকের ছেলে সোরাব মল্লিক, কিতাব আলীর ছেলে আজু মিয়া, শের আলীর ছেলে মিন্টু মিয়া ও জনাব আলীর ছেলে আলী হোসেন। বাদীর অভিযোগ, বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির লিমিটেড ২০১২ সালের ৩ এপ্রিল থেকে পর্যাক্রমে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক যশোরের নিকট থেকে নিয়মিত লিজের টাকা পরিশোধ করে লিজ গ্রহণ করে ভোগ দখল করে আসছে। সর্বশেষ চলতি বছরের ১৬ জুন বাদী লিজ চুক্তি নবায়ন করেন এবং সরকারি পাওনা পরিশোধ করে ভোগ দখল করে আসছে। বিবাদী পক্ষ বাদী পক্ষকে ক্ষতিগ্রস্ত করার জন্য নিয়মিতভাবে বাদীপক্ষের মৎস্য চাষাবাদে বাধা প্রদান করছে। গত ২ ডিসেম্বর বিবাদী পক্ষের লোকজন বাওড়ে হামলা করে ক্ষতিসাধন করে। বাদীপক্ষ ওই বিষয়ে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করিতে গেলে থানা কর্তৃপক্ষ সেটি গ্রহণ করেননি। বিবাদীগণ আরো লোকজন বিগত ২১ ডিসেম্বর দুপুর আনুমানিক ১টার দিকে বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাওড় দখল করতে আসলে বাদী সমিতির সদস্যসহ স্থানীয় জনসাধারণের বাধার মুখে পিছু হটে যেতে বাধ্য হয়। চলে যাওয়ার সময় বিবাদীরা হুমকি দেয় সুযোগ পেলেই বাওড় দখল করে নিবে। এ অবস্থায় বিবাদীদের বিরুদ্ধে ১৪৪ ধারা মোতাবেক অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে স্থিতিবস্থা বজার রাখার আবেদন করা হয়। বাদীর আবেদন আমলে নিয়েছেন আদালত।