জীবননগরে রাতের আঁধারে শতাধিক কলাগাছ কর্তন

0

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রাতের আঁধারে শতাধিক কলাগাছ কেটে নষ্ট করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। জীবননগর উপজেলার উথলী দক্ষিনপাড়ার আব্দুল আলিমের স্ত্রী ফেরদৌসী আক্তার ওরফে বেগম বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া তার জমি নিয়ে অন্য বোন-বোনাইদের সাথে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। জমির দখলকে ঘিরে ইতিমধ্যে ডজন খানেক মামলাও হয়েছে। এ অবস্থায় গত শনিবার রাতের আঁধারে তার বাড়ির অদূরে ১০ কাঠা জমিতে লাগানো ১১০টি কলাগাছ কেটে দেয়া হয়েছে। তিনি এ ঘটনায় বোন-বোনাইদের দায়ী করছেন। থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জীবননগর থানা পুলিশের ওসি আব্দুল খালেক বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা হবে। তারপর আইনি ব্যবস্থা নেয়া হবে।