বলিউড সিনেমার জন্য সাই পল্লবীর শর্ত

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। অভিনয় দক্ষতা ও মিষ্টি হাসিতে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।
এদিকে দক্ষিণে সাফল্যের পর বলিউড সিনেমায় সাই অভিনয় করবেন কিনা তা নিয়ে প্রায়ই প্রশ্নের মুখোমুখি পড়তে হয় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন ‘ফিদা’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী।
সাই পল্লবী বলেন, ‘আমি বলিউড সিনেমায় অভিনয়ের জন্য রাজি আছি। কিন্তু চিত্রনাট্য আমার কাছে খু্ব গুরুত্বপূর্ণ। চিত্রনাট্য ও চরিত্র আমার কাছে উপযুক্ত মনে হতে হবে।’
এছাড়া প্রতিটি সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে দু’টি শর্ত মেনে চলেন সাই পল্লবী। ছোট ও আঁটসাঁট পোশাক পরেন না এবং পর্দায় চুম্বন দৃশ্য করেন না। বলিউড সিনেমার ক্ষেত্রে এটির পরিবর্তন হবে না বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে সাই পল্লবী অভিনীত সিনেমা ‘শ্যাম সিংঘা রয়’। এতে তার বিপরীতে আছেন ‘ন্যাচারাল স্টার’খ্যাত নানি। দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। এর আগে ‘এমসিএ— মিডল ক্লাস অভয়’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা।
সাই পল্লবীর পরবর্তী সিনেমা ‘বীরতা পর্বম’। এতে তার সঙ্গে আছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা রানা দাগ্গুবতী।