ফুলতলা কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

0

ফুলতলা (খুলনা) অফিস॥ ফুলতলা এম এম কলেজের ¯œাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের নবীন বরণ এবং শেষ বর্ষের বিদায় অনুষ্ঠান গতকাল শনিবার সকালে ফজলুল বারী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও ও কলেজ পরিচালনা পর্যদের সভাপতি সাদিয়া আফরিন, ওসি মো. ইলিয়াস তালুকদার, শিক্ষাবিদ আলহাজ আনোয়ারুজ্জামান মোল্যা, খুলনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, কমিটির সদস্য মো. সেলিম আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।