চুকনগরে যুবলীগের সমাবেশ অনুষ্ঠিত

0

ডুমুরিয়া ( খুলনা) সংবাদদাতা॥ খুলনার চুকনগরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে যুবলীগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে চুকনগর যতিন-কাশেম রোডের পুরাতন খেয়াঘাট চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন আটলিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু দাউদ মোড়ল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি শেখ কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সরদার জাকির হোসেন, ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম ফারুক হোসেন, আব্দুল জলিল তালুকদার, আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান দুলু ও সাধারণ সম্পাদক আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. প্রতাপ রায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতা বক্তব্য দেন।