কলারোয়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন

0

কাজীরহাট (সাতক্ষীরা) সংবাদদাতা॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(০৯ ডিসেম্বর) উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার খুকু প্রমুখ।