সাবেক ছাত্রদল নেতা পলাশের অষ্টম হত্যাবার্ষিকী আজ

0

স্টাফ রিপোর্টার ॥ আজ ৯ ডিসেম্বর যশোর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কবির হোসেন পলাশের অষ্টম হত্যাবার্ষিকী। ২০১৩ সালের এদিন সন্ধ্যায় যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় তিনি নিহত হন। দিবসটি উপলক্ষে যশোর জেলা ছাত্রদল ও তার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, কবর জিয়ারত, দোয়া মাহফিল, কোরআন খতম দুস্থদের মাঝে খাবার বিতরণ ও পুষ্পার্ঘ অর্পণ। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি জানান, বেলা ১২টায় কারবালা কবরস্থানে কবির হোসেন পলাশের কবর জিয়ারত শেষে সিভিল কোর্ট মোড়স্থ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কবির হোসেন পলাশের বড় বোন ফারহানা ইয়াসমিন রুমার কাজীপাড়াস্থ নিজ বাসভবনে দোয়া মাহফিল, কোরআন খানি ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।