যশোরের মুক্তিযুদ্ধ ও রাজনীতি গ্রন্থের মোড়ক উন্মোচন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন মনা প্রণীত যশোরের মুক্তিযুদ্ধ ও রাজনীতি গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার প্রেসক্লাব যশোরে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর যশোর জেলা প্রধান আলী হোসেন মনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি, বীরমুক্তিযোদ্ধা একে এম খয়রাত হোসেন, জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাড রবিউল আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. অশোক কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আব্দুর রহমান আব্দার প্রমুখ।