বাগেরহাটে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন

0

বাগেরহাট সংবাদদাতা॥ বাগেরহাট জেলার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়াম্যান স্বপন দাশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে ৭ জন চেয়ারম্যান বৃন্দ জেলা প্রশাসকের নিকট চুক্তিপত্র জমা দেন। এদিন দ্বিতীয় ও তৃতীয় দফায় বাগেরহাটের ৫ উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হন। এর আগে ৬৮ জন চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করেন।
শপথ নেয়া চেয়ারম্যানেরা হলেন, বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেগ ইমদাদুল হক, গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শমসের আলী, ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিটলার গোলদার, মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার উজির আলী , মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা পারভিন ময়না। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সাথে চেয়ারম্যানদের সম্পৃক্ততা খুব-ই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সরকারের সকল কর্মকান্ড ও উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহীতার সাথে নব নির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।