সাতক্ষীরায় নৌকার প্রার্থীসহ জামানত হারালেন ২৬ জন

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রতীকের প্রার্থীসহ জামানত হারিয়েছেন ২৬ চেয়ারম্যান প্রার্থী। সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার অনুজ গাইন বিষয়টি নিশ্চিত করেন। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনী আইন অনুসারে প্রদত্ত ভোটের ৮ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। প্রার্থীরা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এই জামানত জমা দেন। উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪১ জন ও সাধারণ সদস্য পদে ৪৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শ্যামলী রাণী অধিকারী, স্বতন্ত্র প্রার্থী আশানুর, নজরুল ইসলাম, রওশান আলী কাগুজী; চাম্পাফুল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান গাইন; দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম; কুশলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এমএ আসফাউদ্দৌলা খান, রেজাউল করিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী তাজুল ইসলাম; তারালী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাব্বত গাইন; মথুরেশপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আকুঞ্জি বাবলুর রহমান, শাহাজান সিরাজ খান, শেখ আলাউদ্দীন সোহেল, শেখ মোজাফ্ফার হোসেন, বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) শেখ তারিকুল ইসলাম; ধলবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম, শেখ ফিরোজ আলম; রতনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এস এম আনোয়ার হোসেন ও মৌতলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ অয়েজুর রহমান জামানত হারিয়েছেন।