শেষ দিনে আজ ‘বিশেষ কিছুর’ আশায় বাংলাদেশ

0

লোকসমাজ ডেস্ক॥ পাকিস্তানকে ২০২ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ। সেই লক্ষ্যে ছুটতে গিয়ে গতকাল চতুর্থ দিন শেষে কোনও উইকেট না হারিয়ে ১০৯ রান তুলেছে বাবর আজমরা। ফলে চট্টগ্রাম টেস্টে জয় থেকে ৯৩ রান দূরে সফরকারীরা। আজ শেষ দিনে অলৌকিক কিছু না ঘটলে চট্টগ্রাম টেস্ট জিততে যাচ্ছে পাকিস্তান। তবু জয়ের বিশ্বাস নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। সোমবার চতুর্থ দিন শেষে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘এই ম্যাচে পাকিস্তান অনেক এগিয়ে। তাদের প্রয়োজন মাত্র ৯৩ রান। ফলে মঙ্গলবার আমাদের বিশেষ কিছু করার প্রয়োজন হবে। টেস্ট ক্রিকেটে অনেক কিছুই সম্ভব। আমাদের আগামীকাল সকালে ভালো শুরু করতে হবে। আমাদের এই বিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে, যে আমাদের এখনও ম্যাচে কিছু করার সুযোগ আছে। শুরুতে দুটি উইকেট তুলে নিতে পারলে, ভালো সুযোগ তৈরি হবে। ক্রিকেটে যেকোনও কিছুই সম্ভব।’ লিটন দাস ও কনকাশন-সাব হয়ে নামা নুরুল হাসান সোহান মিলে বড় জুটির দিকেই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু বাজে শটে সপ্তম উইকেট হিসেবে সোহান আউট হতেই দ্রুত অলআউট হয় বাংলাদেশ। ১৫৩ থেকে ১৫৭ রান যেতেই হারায় শেষ ৪ উইকেট। লক্ষ্য ছিল, অন্তত আরও ৪০-৫০ রান করে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর। প্রধান কোচ সেটিই জানিয়ে গেলেন, ‘আমি মিডিয়ার সামনে ক্রিকেটারদের সমালোচনা করতে চাইছি না। তবে আমি ভেবেছিলাম আমরা কিছু মোমেন্টাম তৈরি করতে পারবো। বিপর্যয়ের পর আমরা ভালোই এগিয়েছিলাম। ৪ উইকেট হাতে রেখে আমরা ১৯৬ রানে এগিয়েছিলাম। দুই ব্যাটার (লিটন-সোহান) বেশ ভালো অবস্থানে ছিলেন। আরও ৪০-৫০ রানের জুটি হলে পাকিস্তানকে চাপে রাখা যেতো। তখন হয়তো ওরা শেষ বিকেলে একঘণ্টা ব্যাটিং করার সুযোগ পেতো।’ ইয়াসির আলীর বদলি হিসেবে সুযোগ পাওয়া সোহান দারুণ খেলছিলেন। কিন্তু বাজে শটে আউট হয়ে সাজঘরে ফিরতেই বাংলাদেশ গুটিয়ে যায়। সোহানের ওই শট নিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘আপনি যদি সোহানকে জিজ্ঞাসা করেন, এই একই বলে সে একই শট খেলবে কিনা, সে নিশ্চিত ভাবেই বলবে খেলবে না। এই শটে সে নিজেকে এবং দলকে সমানভাবে হতাশ করেছে, এতে কোনও সন্দেহ নেই।’