শার্শার ইউপি নির্বাচন আ.লীগ ৫ ও বিদ্রোহী ৫ প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচনে আওয়ামী লীগের ৫টিতে এবংআওয়ামী লীগ বিদ্রোহী ৫টিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন, উপজেলার ডিহি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান মুকুল (নৌকা), লক্ষণপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনোয়ারা বেগম, (নৌকা), বাহাদুরপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মফিজুর রহমান মফিজ ( আনারস), পুটখালী ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল গফফার সরদার (নৌকা) গোগা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তবিবর রহমান তবি ( আনারস), কায়বা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেন (আনারস), বাগআঁচড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক (আনারস), উলাশী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা), শার্শা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী কবির আহম্মেদ তোতা (নৌকা) ও নিজামপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সেলিম রেজা বিপুল (চশমা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। অভিযোগ রয়েছে শার্শা উপজেলার শার্শা, উলাশী ও পুটখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিপক্ষে বিদ্রোহী প্রার্থীরা আগে থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তারপরেও এ তিন ইউনিয়নে সামনে সামনে নৌকা প্রতীকে ভোট নেওয়া হয়েছে বলে জানা গেছে।