সাতক্ষীরার দুই উপজেলায় ১৭ ইউপিতে নৌকা ৬, জাপা ১ ও স্বতন্ত্র ১০ চেয়ারম্যান নির্বাচিত

0

শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা॥ সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ১৭ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নৌকা প্রতিক নিয়ে ৬ জন, লাঙ্গল প্রতিকের ১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ১০ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে সাফিয়া পারভিন (জাপা), দক্ষিন শ্রীপুরে গোবিন্দ চন্দ্র মন্ডল (আ.লীগ), বিষ্ণুপুরে জাহাঙ্গির আলম (বিএনপি স্বতন্ত্র), তারালিতে এনামুল ইসলাম ছোট (আ.লীগ), মথুরেশপুরে বিদ্রোহী আবদুল হাকিম (বিদ্রোহী), চাম্পাফুলে মোজাম্মেল হক গাইন (আ.লীগ),

ভাড়াশিমলায় নাজমুল হাসান(বিদ্রোহী), ধলবাড়িয়ায় গাজী শওকত হোসেন (বিদ্রোহী), কুশলিয়ায় আবুল কাসেম মো. সুমন (আ.লীগ), মৌতলায় মোঃ ফেরদৌস মোড়ল (স্বতন্ত্র), রতনপুরে আলিম আল রাজী (আ.লীগ), নলতায় আজিজুর রহমান (বিএনপি স্বতন্ত্র)।


অপরদিকে দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচিতরা হলেন কুলিয়া ইউনিয়নে মোঃ আছাদুল হক(বিদ্রোহী), পারুলিয়ায় গোলাম ফারুক বাবু (বিএনপি স্বতন্ত্র), দেবহাটায় মোঃ আব্দুল মতিন (বিএনপি স্বতন্ত্র), সখিপুরে সাইফুল ইসলাম (স্বতন্ত্র), নওয়াপাড়ায় আলমগীর হোসেন সাহেব আলী (আ.লীগ)।