চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি বাবলুর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন সিনিয়র সহ-সভাপতি এম হাসান মাহমুদ, সহ-সভাপতি খলিলুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, যুগ্ম সম্পাদক শামীম রেজা, সাংবাদিক সুজন দেওয়ান, শওকত আলী, সেঁজুতি নূর, শিপলু খাঁন, সায়েদ হাসান সুজন, ইমাম হাসান সাগর, রফি উদ্দিন ব্যাপারী, আব্দুল গনি প্রমুখ। এ সময় ক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিপোর্টার্স ক্লাবের কার্য নির্বাহী কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর মাসে শেষ হবে। বর্তমান কমিটির মেয়াদ শেষের আগেই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সভায় অংশ নেয়া সকল সাংবাদিক নেতৃবৃন্দ একমত পোষন করেন।