কবি ও সাংবাদিক এম আহমদ আলী সহিত্যরতœ কাল ৩০তম মৃত্যুবার্ষিকী

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার কৃতিসন্তান কবি, সাংবাদিক, সমাজসেবী, কর্মবীর ও ওস্তাদজী এম আহমদ আলী সাহিত্যরতেœর কাল (রবিবার) ৩০ তম মৃত্যুবার্ষিকী। এম আহমদ আলী সহিত্যরতœ ১৯০৫ সালে বৃটিশ শাসিত অবিভক্ত বাংলার অজপাড়া গাঁ যশোরের চৌগাছার কয়ারপাড়া গ্রামে জন্ম গ্রহন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি শিক্ষাকতা, সাংবাদিক, সাহিত্যচর্চা এবং সমাজসেবায় নিযুক্ত ছিলেন। সে সময়ের অন্ধকারছন্ন সমাজে তিনি আলোকবর্তিকা ছড়িয়েছেন। তিনি ৩৫টির বেশি স্কুল, মাদ্রসা, মক্তব প্রতিষ্ঠা ও পরিচালনা করেছেন। ১৯৬০ সালে যশোর গেজেট পত্রিকায় শেষ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সাল হতে ১৯৬২ সাল পর্যন্ত তিনি মাসিক নকীব পত্রিকার সম্পাদনা করেন। ১৯৪৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত দৈনিক আজাদ পত্রিকার যশোর প্রতিনিধি ছিলেন। প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। ১৯৬৮ সাল হতে ১৯৭৭ সাল পর্যন্ত খুলনা থেকে প্রকাশিত জনবার্তার নির্বাহী সম্পাদক ছিলেন। মহৎ এই ব্যক্তি ১৯৯১ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ২০০৬ সালে চৌগাছা পাবলিক লাইব্রেরী মরোণত্তর সম্মামনা ক্রেষ্ট এবং ২০১০ সালে প্রেসক্লাব যশোর বৃহত্তর যশোরের শ্রেষ্ঠ সাংবাদিক মরোণত্তর সম্মমনা ক্রেষ্ট প্রদান করেন। মরহুমের স্বজনরা জানান, ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম আহমদ আলী সাহিত্য-সংস্কৃতি পরিষদ কাল রবিবার বাদ যহর আহমদ নগর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকেলে চৌগাছা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা ও স্মরণ সভার আয়োজন করেছেন।