বিএনপির আলালকে ইমিগ্রেশনে আটকে রাখার অভিযোগ

0

লোকসমাজ ডেস্ক॥ বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আলালের ব্যক্তিগত সহকারি মো. জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য মোয়াজ্জেম হোসেন আলাল তার স্ত্রী ও একজন সহকারীকে নিয়ে ভারত যেতে আজ সকালে বিমানবন্দরে যান। প্রয়োজনীয় সব কাগজপত্র ও উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও সকাল ৯টার দিকে তাকে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়। জাহিদ হোসেন বলেন, ‘মোয়াজ্জেম হোসেন আলাল দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তার কিডনিতে টিউমার ধরা পড়েছে। চিকিৎসকদের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য তিনি ভারত যেতে চান। কিন্তু ইমিগ্রেশনে তাকে প্রায় দুই ঘণ্টা ধরে আটকে রাখা হয়েছে।’