বাংলাদেশের ‘হতশ্রী’ অবস্থা দেখে হতাশ শোয়েব

0

লোকসমাজ ডেস্ক॥ হারের বৃত্ত থেকে যেন বেরোতেই পারছে না বাংলাদেশ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার ধারাবাহিকতা বজায় থাকল ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। পাকিস্তানের বিপক্ষে ৩-০ তে হোয়াইটওয়াশের পর বাংলাদেশের ‘হতশ্রী’ পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন শোয়েব আখতার। নিজের ফেসবুক পেজে এক ভিডিওতে কিংবদন্তি পাকিস্তানি গতিতারকা বলেছেন, ‘বাংলাদেশের জনগণের ক্রিকেট নিয়ে পাগলামি অনেক। কিন্তু তাদের ক্রিকেট তো এভাবে এগোতে পারে না। তাদের ক্রিকেট অবকাঠামোর দ্রুত পরিবর্তন করা খুব জরুরি।’ এবারের বিশ্বকাপে বাংলাদেশের থেকে ভালো পারফরম্যান্স আশা করেছিলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’, ‘আমি তো তাদের (বাংলাদেশ) এই বিশ্বকাপের অন্যতম দাবিদার মনে করেছি। এমনকি আগামী বিশ্বকাপ জেতার সামর্থ্যও তাদের রয়েছে। কিন্তু এমন উইকেটে খেললে তারা কখনোই সফল হবে না৷ তাই ভালো উইকেটে খেলতে হবে। বাউন্সি উইকেটে তাদের খেলার অভ্যাস করতে হবে।’