অভয়নগরে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর(যশোর)॥ অভয়নগরে ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নওয়াপাড়া জুট মিলের রেস্ট হাউজ মিলনায়তনে এ সম্মেলন হয়। মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আসলাম হোসেন বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের ওয়ার্ড শাখার সভাপতি মো. কাউস শেখ, সাধারণ সম্পাদক মো. মাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক মো. শফি কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র আলহাজ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ।