বাংলাদেশকে রুখে দেওয়া সেই সেশেলস চ্যাম্পিয়ন

0

লোকসমাজ ডেস্ক॥ শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল প্রতিযোগিতায় সবচেয়ে দুর্বল দল মনে করা হয়েছিল সেশেলসকে। আফ্রিকার ছোট্ট দেশটি সবাইকে চমকে দিয়ে শিরোপা জিতে নিয়েছে! শুক্রবার (১৯ নভেম্বর) রাতে ফাইনালে টাইব্রেকারে ৩-১ গোলে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে উৎসব করেছে সেশেলস। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। নির্ধারিত সময়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র ছিল। কলম্বোর রেসকোর্স মাঠে আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচ হয়েছে। দুই দলই তিনটি করে লক্ষ্যভেদ করেছে। ফিফা র‌্যাংকিংয়ে ১৯৯তম স্থানে থাকা সেশেলস চার জাতি প্রতিযোগিতার রবিন লিগে বাংলাদেশ ও মালদ্বীপের সঙ্গে ড্র করেছে। এছাড়া হারিয়েছে শ্রীলঙ্কাকে। চার ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে থেকে ফাইনালে জায়গা করে নেয় দলটি। বাংলাদেশ এই প্রতিযোগিতায় শেষ মহূর্তে স্বাগতিকদের কাছে হেরে বিদায় নেয়। মারিও লেমসের দল আশা জাগিয়েও শেষ পর্যন্ত সফল হতে পারেনি।