নড়াইলে আন্তঃধর্মীয় সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তঃধর্মীয় সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান এমপি। ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সংলাপও সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. একেএম আব্দুল মোমিন সিরাজী, ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় পরিচালক একেএম ফজলুর রহমান, নড়াইল জেলা ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা বিল্লাল হোসাইনসহ ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ। সংলাপ ও সেমিনারে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।