যশোরে ৭৬২ জন এইচএসসি পরীক্ষার্থীকে টিকা প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ প্রথম দিনেই যশোরে ৭৬২ জন শিক্ষার্থী করোনা টিকা গ্রহণ করে। সোমবার সকাল ৯ টার দিকে যশোর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউিট কেন্দ্রে (পিটিআই) ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এসময় সেখানে যশোরের জেলা প্রশাসক. মো. তমিজউদ্দীন খান, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম আযম উপস্থিত ছিলেন। জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, যশোরে প্রায় এক লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে। সোমবার প্রথম দিনেই ৭৬২ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। টিকাদান কর্মসূচিতে জেলার ২৪ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রথম দিন যশোর সরকারি এমএম কলেজ ও মহিলা কলেজের ৭৬২ জন পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়। তিনি বলেন, পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীকে এ করোনা টিকার আওতায় আনা হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম বলেন, ‘যশোর জেলায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছে ২৪ হাজার। পাশাপাশি ১২-১৭ বছর বয়সী এক লাখ পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী জেলায়। শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য জেলায় একটি কেন্দ্র চালু করা হয়েছে। এ পিটিআই কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীর পাশাপাশি ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে। তিনি বলেন, জেলায় মাত্র একটি টিকাদান কেন্দ্র নির্ধারণ করায় উপজেলা ও কলেজভিত্তিক শিক্ষার্থীদের টিকাদানের তালিকা ও সিডিউল তৈরি করা হয়েছে। এ সিডিউল অনুযায়ী সোমবার সদর উপজেলার এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে।